সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই সংরক্ষিত বনে আগুনের সূত্রপাত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ নির্ণয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে দুই দিনের ভেতরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য হলেন বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন।
এএফ/০৬