মৌলভীবাজারে ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজার প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২১
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০১:২০ পূর্বাহ্ন



মৌলভীবাজারে ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজারে ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি উপজেলায় ২০০টি করে ৭টি উপজেলায় ১ হাজার ৪০০ পরিবারসহ মোট ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে।

এর অংশ হিসেবে শনিবার দুপুরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে ৫০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। 

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা এবং ১ লিটার ভোজ্য তেল। ১৭টি শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ সকল উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

এসএইচ/আরআর-০৯