ধর্মপাশায় ভালো বোরোর ফলন ও দাম

শামীম আহমেদ, ধর্মপাশা


এপ্রিল ২৫, ২০২১
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন



ধর্মপাশায় ভালো বোরোর ফলন ও দাম
শিলাবৃষ্টির আতঙ্কে কৃষকরা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরগুলোতে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। কেউ শ্রমিক নিয়োজিত করে, আবার কেউ কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হাওরের বোরো ধান কাটছেন। সারা বছরের কষ্টার্জিত বোরো ফসল ঘরে তোলার অন্যরকম এক আনন্দে মেতেছেন হাওরপাড়ের কিষান-কিষানিরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে। একই সঙ্গে ধানের দামও ভালো পাচ্ছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস এবং গরমের কারণে জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এ উপজেলার অনেক কৃষকের মাথায় হাত পড়েছে। আকাশে ঘন কালো মেঘ ও ঝড়ো বাতাস বইতে দেখলেই এখানকার কৃষকদের বুক ধড়ফড় করে ওঠে। শিলাবৃষ্টির আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। গত ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসন এ উপজেলায় বোরো ধান কাটা উৎসবের আয়োজন করে। গতকাল শনিবার পর্যন্ত উপজেলায় ১৮ হাজার ৩৭৭ হেক্টর বোরো জমির ধান কাটা হয়েছে। প্রতি কিয়ার (৩২ শতক) জমিতে উৎপাদন হচ্ছে ২০ থেকে ২২ মণ ধান। গত ৮ এপ্রিল মধ্যরাতে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার সেলবরষ, পাইকুরাটি, ধর্মপাশা, মধ্যনগর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ১ হাজার ৫০০ হেক্টর বোরো জমির ধান আক্রান্ত হয়েছে। এছাড়া গরমে ক্ষতি হয়েছে ৪০ হেক্টর জমির ধান।

উপজেলার সোনামড়ল হাওরপাড়ের কৃষক ও জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের বাসিন্দা আবদুল কদ্দুস বলেন, 'ইবার ধানের ফলন ভালা অইছে। দামও ভালা মিলতাছে। গড়ে প্রতি কিয়ারে ২০ থেকে ২২ মণ কইরা ধান অইতাছে। তবে আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি অইলেই বুকটা ধড়ফড় কইরা উডে।'

জালধরা হাওরপাড়ের সলপ গ্রামের কৃষক মারফত আলী বলেন, 'আমি ধার-দেনা কইর‌্যা জালধরা হাওরো ৬ কিয়ার জমিত বোরো বর্গা চাষ করছিলাম।  হিল ফইরা ১২ডা বাজাইয়ালছে। ভাগালুরা (ধান কাটার শ্রমিক) এই জমির ধান কাটতো না বইল্যা কইয়া দিছে। অহন হারা বছর খাইয়াম কিতা?'

মধ্যনগর বাজার ধান-চাল আড়তদার কল্যাণ সমিতির সভাপতি মো. জহিরুল হক বলেন, 'প্রতি মণ কাঁচা ধান ৮০০ থেকে ৮৫০ টাকা ও শুকনো ধান মণপ্রতি ৮৮০ থেকে ৯১০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ধানের দাম যে কোনো সময় ওঠানামা করতে পারে।'

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, 'এখন পুরোদমে ধান কাটা চলছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোগ-বালাইও কম হয়েছে। ফলন ভালো হয়েছে। ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা খুবই খুশি। আগামী দুই সপ্তাহের মধ্যে এ উপজেলায় আবাদকৃত সব বোরো জমির ধান কর্তন করা সম্ভব হবে বলে আশা করছি। শিলাবৃষ্টিতে ও হিট শকে (গরমে) ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, 'ধর্মপাশা উপজেলাটি হাওরবেষ্টিত। এখানকার কৃষকরা বোরো ফসলের ওপর নির্ভরশীল। এবার ধানের ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় কৃষকরা আনন্দিত। যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় কৃষকদের পাশে আছে এবং থাকবে।'

 

এসএ/আরআর-০২