বড়লেখায় খাদ্যসমাগ্রী পেল ২৫০ পরিবার

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ২৬, ২০২১
১১:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২১
১১:২৮ অপরাহ্ন



বড়লেখায় খাদ্যসমাগ্রী পেল ২৫০ পরিবার

মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র রমজান মাস উপলক্ষে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।

রবিবার (২৫ এপ্রিল) বিকেলে সংগঠনের কার্যালয়ে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও আধা কেজি খেজুর দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন। প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ আব্দুল হামিদ।

পরিষদের সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রবাসী দেলোয়ার হোসেন মুকুল, শিক্ষক মুহিব খান, পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন লিটন, রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু, সহ-সভাপতি কাওছার আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক মো. মুর্শেদ আলম, প্রচার সম্পাদক জাবের আহমদ প্রমুখ।

 

এজে/আরআর-০১