কমলগঞ্জ প্রতিনিধি
মে ০১, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগানে গাছের আম পাড়া নিয়ে বিরোধের জেরে সুমন গোয়ালা নামের এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি চাচা মনোহর গোয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত সাংবাদিকদের জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিলেন। শুক্রবার (৩০ এপ্রিল) র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করে র্যাবের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাতো ভাইরা মিলে দা ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করেন। এ ঘটনার পরদিন কমলগঞ্জ থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি পলাতক ছিলেন।
এসডি/আরআর-০৬