সুনামগঞ্জে সাড়ে ৩ হাজার কোটি টাকার ধান উৎপাদন

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ০৪, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন



সুনামগঞ্জে সাড়ে ৩ হাজার কোটি টাকার ধান উৎপাদন

এ বছর সুনামগঞ্জ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার ধান উৎপাদন হবে। এর মধ্যে হাইব্রিড চাষ হয়েছে ৫৭ হাজার ২১০ হেক্টর জমিতে। গত বছর যা ছিল ৩৬ হাজার ৫১০ হেক্টর জমি। হাওরের ৯৭.৮৫ শতাংশ ও হাওরের বাইরের ৫৬.৮৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এই দুইরকম জমির মোট ৮৭. ২৬ শতাংশ ধান কাটা শেষ। এসব তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৩ মে) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধান কাটার অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।

সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে হাওরের ১০০ ভাগ ধান কাটা শেষ হয়ে যাবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, 'মোট ২ লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে ৬ লাখ ৭০ হাজার ৩৯৮ মেট্রক টন ও হাওরের বাইরে ২ লাখ ৩০ হাজার ৬১২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই দুইরকমের জমি থেকে ৯ লাখ ১ হাজার ১০ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।'

তিনি আরও বলেন, 'কৃষকদের ধান কাটার জন্য এ বছর সরকার ৭০ ভাগ ভর্তুকিতে ১১৫টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে। আর পুরোনো মেশিন ছিল ১২৯টি। মোট ৩০৭টি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়েছে। একই পরিমাণে ভর্তুকি দিয়ে ১৯টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে এবার। মেশিনের পাশাপাশি ২ লাখ ৩০ হাজার শ্রমিক ধান কেটেছেন হাওরে। এবার সুনামগঞ্জের কৃষক সোনার ফসল ঘরে তুলতে পেরেছেন।'

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, জেলা খাদ্য অফিসের খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, জেলা মৎস্য অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, সহকারী কমিশনার মো. রিফাতুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

এএম/আরআর-০৫