সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন
রাশিয়ার উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ দেওয়া শুরু হয়েছে ভারতে।
ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ ও অ্যাপোলো হাসপাতালের যৌথ উদ্যোগে দেশটিতে এই টিকা দেওয়া হচ্ছে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে আজ সোমবার (১৭ মে) থেকে স্পুটনিক-৫ টিকা দেওয়া শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে টিকা দেওয়া হবে। এরপর অন্যান্য রাজ্যেও এই টিকা ধীরে ধীরে দেওয়া হবে।
অ্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট কে হরিপ্রসাদ এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে দেশের ৬০টি টিকাদান কেন্দ্র থেকে স্পুটনিক-৫ টিকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে।