ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২১
০৩:১৪ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
০৩:১৪ অপরাহ্ন



ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। যা একদিনে মৃত্যুর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি পেরিয়েছে। এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। করোনাভেইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমাতেই নেমেছে দৈনিক সংক্রমণের চিত্র। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য মতে, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত প্রায় এক হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আরসি-০৭