লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
১২:২০ পূর্বাহ্ন



লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনেসিয়া নৌবাহিনী। তবে নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এপি বলছে, উত্তর আফ্রিকান দেশ তিউনেসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। তবে নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনও জানা যায়নি।

আইওএমর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জন বাংলাদেশের নাগরিক। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন।

তিউনেসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

বিএ-১০