সিলেট মিরর ডেস্ক
                        মে ১৯, ২০২১
                        
                        ০৮:৪৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ১৯, ২০২১
                        
                        ০৮:৪৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত হোম আইসোলেশনেই আছেন। কিন্তু তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিপিআইএম সূত্রে জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই করোনা তাঁর জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এদিকে মীরা ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দেহে অক্সিজেনের মাত্রা ৯৫ থেকে ৯৬ শতাংশ
জানা যায়, কিছুদিন ধরেই তাঁদের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। এরপরেই তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। পাশাপাশি একাধিক রোগে ভুগছেন তিনি। সেক্ষেত্রে করোনা তাঁর জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। এদিকে আপাতত বাড়িতেই রাখা হয়েছে তাঁকে।
আরসি-০২