সিলেট মিরর ডেস্ক
                        মে ১৯, ২০২১
                        
                        ০৭:২০ অপরাহ্ন
                        	
                        আপডেট : মে ১৯, ২০২১
                        
                        ০৭:২০ অপরাহ্ন
                             	
 
                        
             
    খুলনায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় 'ধর্ষণের শিকার' সেই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন গণমাধ্যমকে জানান, ওই তরুণী মঙ্গলবার রাতে আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিনে থাকা অন্যরা তাকে রক্ষা করেন।
গত ৪ মে ওই তরুণী ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। পরে তাকে খুলনা পিটিআই সেন্টারে কোয়ারেন্টিনে রাখা হয়।
কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত ১৩ ও ১৫ মে রাতে তাকে দুই দফা ধর্ষণের অভিযোগ ওঠে মোখলেছুর রহমান নামে এক এএসআইয়ের বিরুদ্ধে।
এরপর ১৭ মে ওই তরুণী বাদি হয়ে খুলনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর খুলনা মেট্রোপলিটন থানা পুলিশ এএসআই মোখলেছকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিএ-০৯