সিলেট মিরর ডেস্ক
মে ২০, ২০২১
০৯:২১ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০৯:২১ পূর্বাহ্ন
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দির কাস্সাম ব্রিগেড জানিয়েছেন, দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজা অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিমানঘাঁটিগুলো লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (১৯ মে) পার্সটুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র্যামন ঘাঁটিগুলোয় রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তারা।
এদিকে বুধবারও গাজা অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিনও তারা গাজার বেশ কয়েকটি আবাসিক এলাকার কিছু ভবন একদম ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলি হামলায় একজন সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ মে থেকে গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৩ শিশুসহ ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরসি-০৪