সুনামগঞ্জ প্রতিনিধি
মে ২৩, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনটি ১৯২৩ সালে করা হয়েছিলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ফাঁস বন্ধ করার জন্য। এক্ষেত্রে যিনি অফিসের দায়িত্বে থাকবেন, তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু আমাদের এখানে উল্টো হয়েছে। এ আইনে সাংবাদিকের ওপর মামলা প্রদান হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। সরকারের তথ্য যারা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন না, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাদের শাস্তি হওয়া জরুরি।
সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (২৩ মে) অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সুনামগঞ্জ জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়।
তিনি বলেন, রোজিনা ইসলামের ওপর অফিসিয়াল সিক্রেট আইনে মামলা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা যে একটা হয়রানিমূলক মামলা, সেটা বোঝা যায়। যারা এ সমস্ত মামলা দায়ের করে সরকারকে বিব্রত করছেন, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই আইনজীবী।
রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুনামগঞ্জ প্রেসক্লাব আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এ প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।
কর্মসূচিতে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন হওয়ায় স্বস্তি প্রকাশ করে বক্তারা বলেন, রোজিনার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাটি অবশ্যই প্রত্যাহার করতে হবে। রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নজিরবিহীন। স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না। এবার সেটি প্রমাণ হয়েছে। সাংবাদিকদের সঙ্গে দেশের মানুষ আছে। মানুষ স্বাধীন সাংবাদিকতার পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমাদের দুর্ভাগ্য চোরদের চোর বললে উল্টো মামলার আসামি হতে হয়, জেলে যেতে হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সভাপতি হোসেন তওফিক চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কবি ও লেখক ইকবাল কাগজী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সভপতি শুভঙ্কর তালুকদার মান্না, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, আইনজীবী এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
এএম/আরআর-০৫