সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি এলআরটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৬৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ সোমবার (১৪ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দুর্ঘটনায় ট্রেন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কিছু ছবিতে দেখা গেছে ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওংয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি রেলওয়ে স্টেশনের কাছে এলআরটি কেলানা জয়া লাইনের দুটি ট্রেনের সংঘর্ষে ১৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ২৩২ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার এই মন্ত্রী। তিনি বলেন, আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর এবং অন্য ১৬৬ জন হালকা আহত হয়েছেন।
গুরুতর আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওং। যারা হালকা আহত হয়েছেন তাদেরকে দুর্ঘটনাস্থলেই চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।
সূত্র : মালে মেইল