সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২১
০৮:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
০৮:৪৫ অপরাহ্ন
করোনাভাইরাস শনাক্ত করতে সিঙ্গাপুরে এমন একটি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, যাতে একটি কিটের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে মাত্র এক মিনিটেই ফল জানা যাবে।
‘ব্রেদোনিক্স’ নামে দেশটির একটি নতুন কোম্পানি এই ‘ব্রেদালাইজার কিট’ তৈরি করেছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত এই কোম্পানিটি বলছে, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।
মালয়েশিয়ার সঙ্গে দেশের সীমান্ত পয়েন্টগুলোতে এই প্রযুক্তিটির পরীক্ষা শুরু করার লক্ষ্যে তারা কাজ করছে।
এই পদ্ধতিতে একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় (ডিসপোজেবল) এমন মাউথপিস ব্যবহার করা হয় এবং এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যেন কোনভাবেই তার মাধ্যমে দূষণ বা সংক্রমণ না ঘটে ।
ডিভাইসটিতে ফুঁ দেওয়ার পরে এর প্রযুক্তি কোন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের রাসায়নিক যৌগগুলো বিশ্লেষণ করে দেখে ওই ব্যক্তি ভাইরাসে সংক্রমিত কিনা।
কোম্পানিটি বলছে, এই পরীক্ষায় পজিটিভ ফল এলে ওই ব্যক্তিকে পিসিআর সোয়াব টেস্টও করানোর প্রয়োজন আছে।
স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই কিট ব্যবহারের আগ্রহ দেখতে পেয়েছে ব্রেদোনিক্স। তাই এ নিয়ে তারা নানা ধরনের আলোচনাও করছে। ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডসে ইতোমধ্যে একই ধরনের ব্রেদালাইজার টেস্ট চালু হয়েছে।
বি এন-০৯