শান্তির জনপদে অশান্তির ছায়া

বিশ্বজিত রায়, জামালগঞ্জ


মে ২৫, ২০২১
০৯:২৭ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
১১:২১ অপরাহ্ন



শান্তির জনপদে অশান্তির ছায়া
বেড়েছে খুন ও ধর্ষণ

শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা হঠাৎ যেন অশান্ত হয়ে উঠেছে। এ উপজেলায় সাম্প্রতিক হত্যা, খুন, ধর্ষণ, হানাহানিসহ নানা অপকর্ম নিকট অতীতের সকল নেতিবাচক কর্মকাণ্ডকে ছাপিয়ে গেছে। তুচ্ছ ঘটনার জেরে গত মাস তিনেকের মধ্যে ৪ জন খুন হয়েছেন। এই সময়ের মধ্যে ধর্ষকের লালসার শিকার হয়েছে দুই কিশোরী। এর মাঝে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এক নবজাতকের মরদেহ। সম্প্রতি বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদারের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া ছোটখাটো বিষয় নিয়ে প্রায় সময়ই পক্ষ-বিপক্ষের মাঝে দাঙ্গা-হাঙ্গামার কথাও শোনা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এক অস্থির সময় পার করছেন উপজেলাবাসী। এ নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার সুধীজনেরা।

জানা যায়, গত ৯ মে বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামে জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে চাচাতো ভাই কর্তৃক ভাই-ভাবি খুন হওয়ার ঘটনা ঘটে। খুন হন মো. তাহির আলীর ছেলে মো. আলমগীর (৩৬) ও তার স্ত্রী মোছা. মুর্শেদা বেগম (৩২)। তাহির আলীর আপন ভাই জনর আলীর ছেলে মো. রাসেল মিয়া নিহতদয়ের ঘরে ঢুকে এ নৃশংস ঘটনাটি ঘটান। এ ঘটনায় খুনিসহ ৬ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্ত রাসেল এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এর রেশ কাটতে না কাটতেই ১২ মে সাচনা বাজার ইউনিয়নের শরিফপুর গ্রামের রাস্তার পাশ থেকে সিকান্দর আলী (৪২) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সিকান্দর উক্ত ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জীঘাংসাবশতঃ স্বার্থান্বেষী কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মানববন্ধন করেছে এলাকার কয়েকটি সংগঠন। তাতে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে।

অপরদিকে, গত ফেব্রুয়ারির শুরুতে একই ইউনিয়নের কুকড়াপশী গ্রামে নিজ বাড়িতে বর্বরোচিত হামলার শিকার হন মো. আবুল কাসেমসহ তার পরিবারের লোকজন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম মারা যান। পার্শ্ববর্তী পলক গ্রামের একটি সংঘবদ্ধ চক্র এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এছাড়া গত ২৬ এপ্রিল রাতে জামালগঞ্জে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরের দিন ধর্ষণের শিকার এক কিশোরীর পিতা চাঁনপুর আবুরহাঁটি গ্রামের আলমগীর মিয়া (২৫) ও আবুল কালামকে (২৬) অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তাদেরকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানার পুলিশ। এছাড়া গত ৮ মে এক নবজাতকের মরদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেহেলী ইউনিয়নের রাজাপুর-বাগহাঁটির ব্লকের রাস্তার পাশ থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে জামালগঞ্জ থানার পুলিশ। কে বা কারা ওই নবজাতককে সেখানে ফেলে গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এছাড়া গত ২৭ এপ্রিল রাতে বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদারসহ তার মোটরসাইকেলচালক এরশাদ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় হরিনগর গ্রামের লোকজন। এতে চেয়ারম্যান ও চালক দু’জনেই গুরুতর আহত হন। পরে অসীম তালুকদার বাদী হয়ে ২১ জনের নামে ও অজ্ঞাত আরও ২০-২২ জনকে বিবাদী করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

এসব ঘটনা নিয়ে এলাকার সচেতন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের মধ্যে আগের সম্প্রীতি ও সহমর্মিতার ভাব নেই। ছোট বিষয় নিয়ে যে কেউ অল্পতেই ক্ষেপে যাচ্ছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে মানুষ এখন বেশি প্রতিহিংসাপরায়ণ ও আগ্রাসী হয়ে উঠছে। ডিজিটাল উৎকর্ষতায় মানুষ উদার ও সচেতন হওয়ার বিপরীতে তাদের মাঝে লোভ-লালসা ও পাশবিকতা প্রবলভাবে কাজ করছে। তাই ছোটখাটো বিষয় নিয়ে একে অন্যকে খুন পর্যন্ত করে ফেলছে। লালসার শিকার হচ্ছে নারীরা। এসব অপকর্মে জড়িতদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে না পারলে দিন দিন এই অপতৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছেন এলাকার সচেতন মানুষজন।

কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ-সভাপতি মো. আলী আমজাদ বলেন, দিন দিন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এর অন্যতম কারণ পারিবারিক ও মানবিক শিক্ষার অভাব। অবাধ তথ্যপ্রযুক্তিও এর জন্য কিছুটা দায়ী। এছাড়া একজন মানুষ অপরাধ করলে তার বিচার সঠিকভাবে হচ্ছে না। যে কারণে মানুষ অপরাধ করতে উৎসাহিত হচ্ছে। সবকিছু মিলিয়ে মানুষ বীভৎস রূপ ধারণ করছে।

সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী বলেন, এক্ষেত্রে মানুষের নীতি-নৈতিকতার অবক্ষয় ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাসহ বিচারহীনতা অনেকাংশে দায়ী। সার্বিক অর্থে আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ থেকে উত্তরণ ঘটাতে হলে মানুষকে তার পশুত্ব ত্যাগ করে মানবিকতার পথে ফিরে আসতে হবে।

জামালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক অখিল তালুকদার বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের কাছে নৈতিকতা, সততা, ন্যায্যতা, সহিষ্ণুতা ও মূল্যবোধের কোনো বালাই নেই। নানা অপকর্মে মানুষ জন্তু-জানোয়ারকেও ছাড়িয়ে যাচ্ছে। গত প্রায় এক মাসে এ উপজেলায় কয়েকজন খুন এবং দুই কিশোরী ধর্ষণসহ বিভিন্ন জায়গায় পরস্পরের সঙ্গে হানাহানি-মারামারির ঘটনা ঘটেছে। এগুলো হচ্ছে মানুষের আদিমতম প্রবৃত্তি। এই কুপ্রবৃত্তিগুলো মানুষের প্রগতির সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়ে আধুনিক সমাজ কাঠামোতে এসে বিলীন হওয়ার কথা থাকলেও বর্তমান অসুস্থ জীবন নির্বাহের প্রতিযোগিতা মানুষকে অন্ধ করে তুলছে। মূলত নৈতিক মূল্যবোধের অভাবই মানুষকে অধিকতর অনৈতিক কাজে উৎসাহী করে তুলছে। এজন্য প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করে তাদের শাস্তি নিশ্চিত করা অপরিহার্য।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ উপজেলায় সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটেছে এর জন্য ব্যক্তি অসচেতনতা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। বেহেলী-আলীপুর ও শরীফপুর গ্রামে খুনের ঘটনাসহ ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এগুলো কি পুলিশ আগে থেকে জানত? এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং মানুষের নীতিভ্রষ্টতাই দায়ী। তবে এসব ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।


বি আর/আরআর-০২