জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি


মে ২৫, ২০২১
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন



জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

খেলা শেষে লাঠিয়ালদের হাতে উপহারস্বরূপ ২টি খাসি তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বাতিনের বাড়িতে ঐতিহ্যবাহী এই খেলাটি অনুষ্ঠিত হয়।

লাঠি খেলার আয়োজন করেন কৃষক সিদ্দীক আলী ও আব্দুল মতিন। খেলায় অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী কালীবাড়ি গ্রামের ১১ সদস্যের একটি দলের আবুল কালাম, জাফর আলী, জিতু ও এমরান।

গ্রাম বাংলার প্রাচীন লাঠি খেলা দেখতে আশপাশের সব বয়সের মানুষ এসে ভিড় করেন। খেলা শেষে লাঠিয়ালদের হাতে উপহারস্বরূপ ২টি খাসি তুলে দেন গ্রামের মুরব্বী সিদ্দীক আলী।

জানা যায়, অতীতে কৃষকের ফসল তোলা শেষে ধান কাটার বেপারিদের নিয়ে এমন লাঠিখেলার আয়োজন করা হতো। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় মনের আনন্দে কৃষক সিদ্দিক আলী ও বেপারিরা উৎসাহিত হয়ে ধান কাটার আনুষ্ঠানিক সমাপ্তিতে উৎসবমুখর পরিবেশে বিনোদন হিসেবে লাঠি খেলার আয়োজন করেন। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন লাঠিয়ালরা। এর মধ্যে চলে লাঠির কসরৎ। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।

এ ব্যাপারে সাচনা গ্রামের যুবক আরিফ বাদশা বলেন, ছোটবেলা দাদা-দাদীর কাছে শুনতাম আগের দিনে নাকি লাঠি খেলা হতো। কিন্তু কখনও দেখা হয়নি। আজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাটি দেখলাম। অনেক ভালো লেগেছে। এটি সুস্থ বিনোদনের অন্যতম অনুষঙ্গ। এই লাঠি খেলা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। প্রাচীন এই ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা দরকার।


বিআর/আরআর-১১