আবারো কারাদণ্ড মিডিয়া মোগল জিমি লাইয়ের

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২১
০৩:৪২ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন



আবারো কারাদণ্ড মিডিয়া মোগল জিমি লাইয়ের

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বাসিন্দা ও মিডিয়া মোগল জিমি লাইকে নতুন আরেকটি মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার হংকংয়ের একটি ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১৪ মাসের কারাদণ্ড দেন। জিমি লাই এখনো কারাগারেই রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ১ অক্টোবর বিক্ষোভে অংশ নেয়ায় জিমি লাইকে এ কারাদণ্ড দেয়া হয়েছে।

৭৩ বছর বয়সী এই ধনকুবের একই ধরনের মামলায় সাজা ভোগ করছেন। যে মামলায় এর আগে তিনি সাজা ভোগ করছেন, সেই মামলায় বলা হয়েছিল যে জিমি লাই ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

হংকংয়ের বিচারক আমান্দা উডকক রায় ঘোষণা করে বলেন, জিমি লাই আগের সাজার পাশাপাশি নতুন এ সাজাও ভোগ করবেন।

অর্থাৎ জিমি লাইকে মোট ২০ মাস কারাগারে থাকতে হবে। এ বিচারকই এর আগে গত এপ্রিলের রায়টিও দিয়েছিলেন।

উল্লেখ্য, জিমি লাই গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আদালত তাকে আর জামিন দেননি। তার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে বিতর্কিত এ আইনে।

বি এন-০২