'সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় রাজনীতির শিক্ষক'

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ৩১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন



'সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় রাজনীতির শিক্ষক'

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় রাজনীতির শিক্ষক। সংসদে তিনি উপস্থিত থাকলে প্রোজ্জ্বল থাকত সংসদ। দেশের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক সংকটে দিশারী হয়ে জাতিকে পথ দেখিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে গেরিলাদের এক অনন্য সাব-সেক্টর টেকেরঘাট সাব-সেক্টর প্রতিষ্ঠা করে অমর হয়ে আছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ মিসবাহ বলেন, প্রগতিবাদী এই নেতা আমৃত্যু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ হিসেবে সোচ্চার ছিলেন। এ কারণে বার বার জঙ্গিবাদের আক্রমণের মুখে ছিলেন তিনি।

তিনি সংসদীয় রাজনীতির এই বরপুত্রের কর্মময় জীবন ও স্মৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

রমেন্দ্র কুমার তালুকদার অণুর সভাপতিত্বে ও গ্রন্থের সম্পাদক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, লেখক সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কোহিনূর বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম। স্মারকগ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। স্মারকগ্রন্থে পঙ্কজ ভট্টাচার্য, হাসান শাহরিয়ার, এ টি এম মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ড. নূরুন্নবী, তাজুল মোহাম্মদ, ড. প্রদীপ রঞ্জন কর, পীর হাবিবুর রহমানসহ ২৫ জন লেখক লিখেছেন। এছাড়া গ্রন্থটিতে সুরঞ্জিত সেনগুপ্তের লেখা তিনটি রচনাসহ বেশ কিছু দুর্লভ ছবিও প্রকাশিত হয়েছে।


এ এম/আরআর-১০