সিলেট মিরর ডেস্ক
                        মে ৩১, ২০২১
                        
                        ১১:২৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ০১, ২০২১
                        
                        ০২:৪১ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ফেনী শহরের হাজারী রোডের নিজ বাসা থেকে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ মে) বিকেলে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুরে (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিলের ভাড়া বাসা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি ছাগলনাইয়ায় কর্মরত ছিলেন। তার পরিবারের অপর সদস্যরা রাজধানী ঢাকায় থাকেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এ বাসায় একাই থাকতেন।
ঘটনাটার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়।
তিনি জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুমিল্লা থেকে সিআইডি টিম আসছে। তারা ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিএ-০৩