কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ

কমলগঞ্জ প্রতিনিধি


মে ৩১, ২০২১
০৮:২১ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২১
০৮:২১ অপরাহ্ন



কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা সোমবার (৩১ মে) বিকেল ৪টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কমলগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।

খেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অভিজিৎ সিংহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।

ফাইনাল খেলায় কমলগঞ্জ পৌরসভা ২-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন কমলগঞ্জ পৌরসভা ফুটবল একাদশের গোলরক্ষক মাহফুজুর রহমান। টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করেছিল।


এসডি/আরআর-০৯