সুনামগঞ্জে খালে বাঁধ দিয়ে রাস্তা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা

সাইদুর রহমান আসাদ, সুনামগঞ্জ


জুন ০২, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন



সুনামগঞ্জে খালে বাঁধ দিয়ে রাস্তা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা

সুনামগঞ্জ পৌর শহরের বৃষ্টির পানি হাওরে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষিণ ও পশ্চিম হাজিপাড়ার খালগুলো। শহরে প্রবেশ ও বের হওয়ার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুইপাশে অবস্থান এ দু'টি খালের। খালের দুইপাশে আবাসিক বাসা ও দোকান হওয়ায় খালে ছোট ছোট বাঁধ দেওয়ার ফলে বৃষ্টির পানি হাওরে নেমে যেতে পারছে না। ফলে আসন্ন বর্ষায় বৃষ্টির পানিতে শহরে জলাবদ্ধার আশঙ্কা করছেন পৌরসভার বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহর থেকে বৃষ্টির পানি নেমে এ দু'টি খাল দিয়ে জাওয়ার হাওরে যায়। এতে শহরে জলাবদ্ধতা তৈরি হয় না। প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দু'টি খালের মধ্যে পূর্ব হাজিপাড়ার খালের পাশে গড়ে ওঠা আবাসিক বাসা ও দোকানঘরে যাতায়াতের জন্য ছোট ছোট রাস্তা তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি নিচের দিকে নামার জন্য খালের নিচে ব্রিজ ও কালভার্ট দেওয়া হয়েছে। এ ব্রিজ ও কালভার্টের নিচ দিয়ে সহজেই পানি জাওয়ার হাওরে চলে যায়।

তবে দক্ষিণ হাজিপাড়ার চিত্র উল্টো। সার্কিট হাউজ থেকে খালের মাঝে প্রায় ১০টি বাঁধ দিয়েছেন সেখানকার বাসিন্দারা। এসব বাঁধের নিচের পানি প্রবাহের জন্য কোনো ব্রিজ বা কালভার্ট দেওয়া হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় এলাকায়।

খালে বাঁধ দিয়ে রাস্তা করেছেন সাদেকুর ইসলাম সুপ্রিয় নামের একজন। গতকাল সোমবার সারাদিন বৃষ্টির পানিতে এই এলাকার নিচু বাঁধগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাদেকুরের বাঁধ নিচু হওয়ায় তাকেও প্যান্ট হাঁটুর উপরে তুলে মূল সড়কে আসতে দেখা গেছে। খালে এ রকম বাঁধ দিয়ে রাস্তা করার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনিও। তবে তার দাবি, তার নিজের বাঁধে কালভার্ট দেওয়া হয়েছে। অন্যদের বাঁধগুলোতে কালভার্ট দেওয়া হয়নি। এজন্য জলাবদ্ধতা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এখানকার বাসিন্দারা তাদের চলাচলের জন্য খালের মাঝে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছেন। এর ফলে খাল দিয়ে বৃষ্টির পানি জাওয়ার হাওরে যেতে পারে না। ফলে সামান্য বৃষ্টি হলেই পশ্চিম হাজিপাড়ায় জলাবদ্ধতা তৈরি হয়। আসন্ন বর্ষাকালে শহরেও জলাবদ্ধতা হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করেন তারা।

পৌরসভার বাসিন্দা কাওসার মিয়া (ছদ্মনাম) বলেন, খালের ওপারে বাসা-বাড়ি করেছেন অনেকে, কিন্তু রাস্তা নেই। সরকারি খাল দখল করে রাস্তা করেছেন তারা। অনেক খালের কালভার্ট দেওয়া হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা তৈরি হয়। এগুলো দেখভালের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকেও তৎপর হতে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, এই এলাকায় অনেকে নতুন বাসা-বাড়ি করেছেন। তারা খাল দখল করে রাস্তা করেছেন। অনেকে রাস্তার নিচ দিয়ে ছোট ছোট পাইপ দিয়েছেন পানি হাওরে যাওয়ার জন্য, আবার অনেকে কিছুই দেননি। খাল দখলমুক্ত করার জন্য সবাইকে কিছুদিনের মধ্যে নোটিশ দেওয়া হবে।


এএম/আরআর-০২