দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আ.লীগ নেতা শমশের জামাল

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২১
০৫:৪২ অপরাহ্ন



দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আ.লীগ নেতা শমশের জামাল

আসন্ন ১৪ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল।

দলীয় নির্দেশনা অনুযায়ী লোক সমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (০৭ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ  মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে শমশের জামাল বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ, দক্ষ ও দলের কর্মীদের প্রতি নিবেদিত এবং এলাকার উন্নয়ন কাজে পারদর্শী প্রার্থীকেই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেবেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন,  বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট মহানগর’র সহ-সভাপতি এডভোকেট দিলীপ কুমার কর।

আরসি-০২