সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ০৯, ২০২১
১০:৪০ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২১
১০:৪২ অপরাহ্ন
বিশ্বজুড়ে করোনাভাইরাসে কুপোকাত অবস্থা। বাংলাদেশের অবস্থাও নাজেহাল। এজন্য সরকার দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার নতুন নতুন তারিখ দিলেও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা আর হয়ে ওঠেনি।
আর এ সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ মানুষের অসচেতনতা। সাধারণ মানুষের মাঝে এখনও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। রাস্তায় পুলিশ দেখলেই এসব মানুষের মাঝে তৈরি হয় আতঙ্ক। সরকারি বিধিনিষেধ না মেনে বের হয়ে পুলিশ দেখলেই তাদের মনে হয় মুখের মাস্কের কথা। পুলিশকে হাত বাড়িয়ে থামাতে দেখলেই তাদের মনে হয় জরিমানা গোনার সময় হয়ে গেছে বুঝি।
তবে আজ বুধবার (৯ জুন) সুনামগঞ্জে এমনটা হয়নি। ‘নো মাস্ক নো মুভমেন্ট’ স্লোগানে করোনা মহামারীর সংক্রমণরোধে মাঠে নেমেছে সুনামগঞ্জ জেলার পুলিশ। তাদের হাতে ছিল হ্যান্ড মাইক, স্যানিটাইজার ও মাস্ক। রাস্তায় ঘুরে ঘুরে তারা মাস্ক বিতরণ করেছে অসচেতন মাস্কহীন মানুষের মাঝে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শামসুল আলম প্রমুখ।
পথচারী কামরান মিয়া বলেন, আমরা অনেকে স্বাস্থ্যবিধি মানি না। আবার অনেকের মাস্ক পরে বের হওয়ার কথা মনে থাকে না। সড়কে পুলিশ দেখলেই তা মনে হয়। আজ পুলিশ দেখে মনে হয়েছে মাস্কের কথা। তবে তারা আমায় জরিমানা না করে মাস্ক দিয়েছে। এতে আমার নতুন করে অভিজ্ঞতা হলো। এখন থেকে বের হওয়ার সময় মাস্কের কথা মনে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, করোনাকালীন সময়ে কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কিছু মানুষ মানছেন না। যারা মানছেন না আজ তাদেরকে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছি। মাস্ক বিতরণ করেছি। আজকে আমরা একটা নতুন স্লোগান নিয়ে মানুষের কাছে গিয়েছি। এতদিন স্লোগান ছিল ‘নো মাস্ক নো সার্ভিস’। তবে আজকে আমরা বলেছি ‘নো মাস্ক নো মুভমেন্ট’। কারণ দিন দিন যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে মাস্কের কোনো বিকল্প নেই।
এএম/আরআর-০১