কোপা আমেরিকার ভাগ্য এখন আদালতে

খেলা ডেস্ক


জুন ১০, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন



কোপা আমেরিকার ভাগ্য এখন আদালতে


কোপা আমেরিকা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এখনও প্রতিযোগিতাটি আয়োজনের বিরুদ্ধে থাকলেও খেলতে রাজী হয়েছেন স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু এর কয়েক ঘণ্টা আগেই দেশটির সুপ্রিম কোর্ট আসরটি বন্ধের আবেদন বিবেচনা করে দেখার কথা জানিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ২৪ ঘণ্টা আদালতে শুনানি হবে। এরপর আদালত আদেশ জারি করবেন।

ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ। তাই দেশটির সোশ্যালিস্ট পার্টি ও ওয়ার্কাস পার্টি সেখানে কোপা আয়োজনের তীব্র বিরোধিতা জানিয়েছে। তারা আবেদন করেছে যেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরটি বন্ধ করা হয়। দুটি আবেদন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের সভাপতি ও প্রধান বিচারপতি লুইজ ফাক্স।

ফাক্স বলেছেন, উদ্ভূত পরিস্থিতি একেবারেই ব্যতিক্রম। তাই আদালতের ১১ জন পূর্ণ সদস্যের উপস্থিতিতে অভূতপূর্ব এক ভার্চুয়াল সেশনে শুনানি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোপা আমেরিকা শুরু হওয়ার কথা আগামী ১৪ জুন। বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটায় উদ্বোধনী ম্যাচে গারিঞ্চা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ভেনেজুয়েলা।

এএন/০৩