সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ
জুন ১১, ২০২১
১১:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২১
১১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হলো বাগেরকোনা-সলফ পাকা রাস্তাটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি দরগাপাশা ও পূর্ব বীরগাঁও এই দুই ইউনিয়নের সংযোগস্থল। বিগত দুই মাস যাবৎ বাগেরকোনা-সলফ সড়কের প্রায় ৪ কিলোমিটারের বাগেরকোনা গ্রামের পশ্চিমের অংশে প্রায় ৩০০ মিটার জায়গায় মহাসিং নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙতে ভাঙতে রাস্তাটির ৩০০ মিটারের অধিক জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে সলফ গ্রামে নদীভাঙন এলাকায় দেখা যায়, যান চলাচল বন্ধ থাকায় দিনে অথবা রাতে সন্তানসম্ভবা নারী থেকে শুরু করে বয়োবৃদ্ধ ও শিশুদের নিয়ে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলাচল করতে হয়। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার জনসাধারণকে।
উপজেলার সলফ গ্রামের আব্দুল গফফার বলেন, এই রাস্তার ব্যাপারে আমরা কয়েকবার এলজিইডি অফিসে যোগাযোগ করেছি, আবেদন করেছি এবং আমাদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অবগত করেছি। দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তার নদীভাঙন অংশে সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। না হলে আগামীতে আরও চরম দুর্ভোগে পড়বে এলাকাবাসী।
সলফ গ্রামের আরেক বাসিন্দা মো. জিতু মিয়া বলেন, বাগেরকোনা-সলফ রাস্তা দিয়ে ধরমপুর, কাউয়াজুরী, উমেদনগর গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। দীর্ঘ দিন ধরে নদীভাঙনের কবলে পড়ে রাস্তাটি এখন বেহাল। রাস্তাটির ভাঙন এলাকায় সংস্কার করা অতি জরুরি। সংস্কার না হলে জনগণের দুর্ভোগের কোনো সীমা থাকবে না।
দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন বলেন, এই রাস্তাটির ব্যাপারে এলজিইডি অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি স্থায়ীভাবে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। ব্যাপক ভাঙনের বিষয়ে এলজিইডির কিছু করার নেই। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প নিয়ে রাস্তাটি সংস্কার করতে হবে অথবা বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।
আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে পানি উন্ন্নয়ন বোর্ড ও এলজিইডির যৌথ উদ্যোগে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। উপজেলা পরিষদ থেকে যতটুকু সহযোগিতা লাগে, তা আমরা করব।
এসটি/আরআর-০৫