দোয়ারাবাজার প্রতিনিধি
জুন ১৯, ২০২১
১১:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
১১:০৫ অপরাহ্ন
'মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই' এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পায়াক্ট বাংলাদেশে এবং অদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগিতায় শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পায়ক্ট বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, ডা. সিফাত আরা সমরিন, ডা. লুৎফুন নাহার মৌসুমি, ডা. দিপা সরকার, সিনিয়র স্টাফ নার্স পুষ্প রানী দাস, সীমান্তিক মা মনি এমএনসিএসপি'র উপজেলা সমন্নয়কারী মিজানুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক বলেন, হাসপাতালে মা ও শিশু সুরক্ষা স্বাস্থ্যসেবা বন্দি আছে কাগজে ও কর্মশালায়, বাস্তবে কিছুই নেই। গর্ভবতী মায়েদের প্রসবসেবা তো দূরের কথা, বিভিন্ন অজুহাতে রোগী এলে পাঠিয়ে দেওয়া হয় সিলেটে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ দিয়েছে। অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে হাসপাতালের চিত্র। কিন্তু স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন চাই।
এইচএইচ/আরআর-০৬