সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ২০, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে তাদের বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুন) সকালে সুনামগঞ্জ শহরের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের আগে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডিপিএড'র প্রশিক্ষণার্থীরা। পরে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন তারা।
সংবাদ সম্মেলনে প্রশিক্ষণার্থীরা জানান, তারা গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে ক্লাসে অংশ নেন। পরে ২১ এপ্রিল থেকে অনলাইন প্লাটফর্ম ‘ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রম’ এ অংশগ্রহণ করেন। নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক অনলাইনে ক্লাস করার প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় করেন। নিরবচ্ছিন্ন অনলাইন ভিডিও ক্লাস করতে অধিক খরচ করে বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করেন। বিদ্যুতের সমস্যা এড়িয়ে যেতে উচ্চমূল্যে মাসিক মোবাইল ডাটা ক্রয় করেন। যা চূড়ান্ত পরীক্ষার পূর্ব পর্যন্ত চালু ছিল। এতে তাদের বড় অংকের টাকা ব্যয় হয়েছে। এই টাকা মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করে আসছেন তারা। এই টাকা পরিশোধ করতে গিয়ে সংসার খরচের পাশাপাশি কিস্তি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে ভাতা পরিশোধের দাবি জানান তারা।
প্রশিক্ষণার্থী মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ, প্রশিক্ষণার্থী সাইদুল আলম ডালিম, নুর আহমদ, বিধান চন্দ্র দাশ, আনোয়ার হোসেন, বর্ণালী তালুকদার, টিটু রঞ্জন তালুকদার, হারান চন্দ্র দাশ, বিভীষন চন্দ্র সরকার, রেজ্জাদ আহমদ, সবুজ মিয়া, আলীমুল হক, শতদল দাস, অনুপ কান্তি রায়, মৌসুমা আক্তার মুক্তা, শাখাওয়াত হোসেন, দেবব্রত তালুকদার, মতি লাল দাশ, শিল্পী দেবী, সুমা পুরকায়স্থ, রাজন চক্রবর্তী, শিউলী আক্তার, শুয়েদ আমিন, শারমিন সুলতানা, প্রান্ত তালুকদার, নুর আহমদ, সালমা আক্তার, কংকন তালুকদার, বসু মালাকার, মনজু লাল দাশ, আব্দুল লতিফ, রুহুল আমিন, ফরিদ উদ্দিন, অঞ্জনা দাস, নোমান আহমদ সাদি, রোকন উদ্দিন, সৈয়দা মার্জিয়া বেগম ও সাইদ আহমদ।
পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমানের কাছে স্মারকলিপি দেন।
এএম/আরআর-০৬