শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ১৬, ২০২১
০৯:৪২ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৯:৪২ অপরাহ্ন
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প পর্যটন শিল্পের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। দিগন্তজুড়ে সবুজ উঁচু-নিচু টিলা, পাহাড়ের নান্দনিকতা, বনাঞ্চল পরিবেষ্টিত বিস্তীর্ণ চা-বাগান। সবুজের প্রাচুর্যের গালিচার ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে নিরাশ্রয় দরিদ্রের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আশ্রয়ণ প্রকল্প।
গত ২০ জুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে শ্রীমঙ্গলের আশ্রয়ণ প্রকল্পগুলোর রূপ-সৌন্দর্য দেশবাসীর দৃষ্টি কাড়ে। অনেকে এই আশ্রয়ণ প্রকল্পের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যকে পর্যটক আকর্ষণে সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখছেন।
শ্রীমঙ্গলে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের নেপথ্যের রূপকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আমার গ্রাম-আমার শহর ধারণার প্রতিফলন ঘটেছে এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের দিকনির্দেশনায় এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও সুপেয় পানির পাশাপাশি আশ্রয়ণগুলোকে ঘিরে রয়েছে ইউনিয়ন পরিষদ, ইউডিসি, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, হাট-বাজারসহ অন্যান্য নাগরিক সুবিধা।
তিনি বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে এই আশ্রয়ণগুলো নতুন উপযোগিতা সৃষ্টি করবে। পর্যটকদের কাছে আকর্ষণীয় এখানকার লেবু ও আনারস উৎপাদনে উপকারভোগীদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় হস্তশিল্পে নারী উপকারভোগীদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি এই প্রকল্পকেন্দ্রিক পর্যটন শিল্প দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে সক্ষম হবে।
জিকে/আরআর-০২