হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২১
১১:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২১
১১:৩১ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৭ জুলাই) গভীর রাতে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বাহুবল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার (৩২) এবং তার মেয়ে পুজা দাসকে (৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের স্বামী সন্দিপ দাস বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআর/আরআর-০৮