হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৫, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন



হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পর আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কিছু তথ্য পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, পেটিট ট্রোউ ডি নিপ্পিস শহর থেকে আট কিলোমিটার দূরে এবং রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশজুড়ে দীর্ঘসময় কম্পন অনুভূত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। তবে এখনও বিশদ বিবরণ পাওয়া যায়নি।

১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময় কয়েক হাজার মানুষ মারা যায়, বিপুল সংখ্যক ভবন ধসে পড়ে এবং বহু মানুষ গৃহহীন হয়।

বিএ-১০