সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
০৬:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৬:২২ অপরাহ্ন
কুয়েতের একটি খামারের আবাসিক ভবনে আগুনে দগ্ধ হয়ে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের সবার বাড়ি সিলেট জেলায়। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করা তিন প্রবাসী বাংলাদেশির বাড়ি সিলেটে। মৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার খুরশিদ আলী (৪৮), মৌলভীবাজার জেলার কামাল উদ্দিন (৫১) ও কানাইঘাট উপজেলার মোহাম্মদ ইসলাম (৩২)।
শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে কুয়েতে একটি কৃষিখামারের আবাসিক ভবনে হঠাৎ আগুন ধরে যায়। টের পেয়ে দ্রুত ঘর থেকে অধিকাংশ শ্রমিক বাইরে বের হয়ে আসলেও ভেতরে আটকা পড়েন তিনজন। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান তিন প্রবাসী বাংলাদেশি। হুড়োহুড়ি করে বের হয়ে আসার সময় আহত হন কয়েকজন।
ভবনটিতে ২০ জন প্রবাসী বাংলাদেশি থাকতেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও গ্যাসের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হতাহতের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তারা।
বিএ-০৮