'ভেঙে পড়েছে' আফগানিস্তানে সরকার ব্যবস্থা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
০১:১৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
০১:১৪ অপরাহ্ন



'ভেঙে পড়েছে' আফগানিস্তানে সরকার ব্যবস্থা

আফগানিস্তানে সরকার ব্যবস্থা পুরোপুরি 'ভেঙে পড়েছে'। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, হাজার হাজার আফগান বাসিন্দা আর বিদেশি নাগরিক কাবুল থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। বিমানবন্দরে হযবরল অবস্থা তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তাদের সৈন্যরা কাবুলের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ তাদের দূতাবাসগুলো থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, টারমাকে পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে তালেবান বলেছে, তারা সহিংসতা থেকে বিরত থাকবে, যারা চলে যেতে চায় তাদের নিরাপদে যেতে দেবে।

যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ২০০১ সালে ক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়া তালেবান রবিবার বিনা রক্তপাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। পুরো আফগানিস্তান এখন তাদের দখলে। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত ১০০ দিনে একের পর এক শহর দখল করে সর্বশেষ কাবুল কবজায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯৬ সালের পর দ্বিতীয় পর্বের উত্থান ঘটাল তালেবান। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ব্যয়ের আফগান যুদ্ধের লজ্জাজনক পরিণতিও হলো।

এএফ/০২