আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৭, ২০২১
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২১
০৫:৪০ অপরাহ্ন



আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের তৃতীয় দিন আজ। গতকাল সারাদিন আফগানের অনেকে মরিয়া হয়ে যে কোনোভাবে দেশত্যাগের চেষ্টার কারণে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। সেখানে হতাহতের ঘটনাও ঘটে।

আজ মঙ্গলবারও (১৭ আগস্ট) তালেবানদের উত্থানে ভয়ে কাঁপছে পুরো আফগানিস্তান। এনিয়ে সারা বিশ্বই কথা বলছে। 

এখন পর্যন্ত আফগানিস্তানের সর্বশেষ অবস্থা জানুন-

  • তালেবানকে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যে সরকার হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তার সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়ে বলেছেন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি এই যুদ্ধ তিনি পরবর্তী প্রেসিডেন্টের জন্য রেখে যেতে চান না।
  • জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে।
  • আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।
  • সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান আহ্বান জানিয়েছে, তারা যেন সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফিরে আসেন।
  • চরম বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবার কাবুল বিমানবন্দর চালু হয়েছে।
  • বিদেশি দূতাবাসগুলোর কর্মীরা চলে যাওয়ার পর কাবুলে অবশেষে তিনটি দেশের দূতাবাস থাকছে। এগুলো হলো রাশিয়া, চীন ও পাকিস্তান।
  • আফগানিস্তান থেকে শরণার্থী স্রোত ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক।
  • সোমবার কাবুল ছেড়ে আসা একটি মার্কিন পরিবহন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।
  • আফগান শরণার্থীদের জন্য ৫০০ মিলিয়ন ডলার বা ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।
  • প্রেসিডেন্ট আশরাফ গানি কাবুল থেকে চারটি গাড়ি আর একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন বলছে রাশিয়া।

সূত্র: বিবিসি


এএফ/০২