দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৮, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া
তাঁর বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা এখনও রয়েছে- ডা. জাহিদ

দ্বিতীয় ডোজ টিকা নিতে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান খালেদা জিয়া।

করোনা পরবর্তী শারীরিক অসুস্থতা থেকে মুক্তি মিললেও খালেদা জিয়া আরথ্রাটিসসহ পুরনো রোগে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা  জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সুপারিশ করা হয়েছিল, তা এখনও প্রয়োজন আছে।

আজ বুধবার (১৮ আগস্ট) মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনা পরবর্তী বেশকিছু জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে তার আগে থেকে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল সেগুলো এখনও আছে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘করোনার টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। তাই তিনি যেন ভালো থাকতে পারেন, সেজন্য সবাই দোয়া করবেন।’

এএফ/০১