আশরাফ গণির খোঁজ মিলেছে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন



আশরাফ গণির খোঁজ মিলেছে

আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গণির খোঁজ মিলেছে। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।

গত রবিবার তালেবান কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গাড়ি ও ব্যাগভর্তি অর্থ নিয়ে পালিয়ে যান আশরাফ গণি। প্রাথমিকভাবে জানা যায়, তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান বা উজবেকিস্তানে পালিয়েছেন। পরে তার ওমানে যাওয়ার খবরও শোনা যায়।

বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে, প্রেসিডেন্ট আশরাফ গণি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে ইউএই।’

আশরাফ গণি পালিয়ে যাওয়ার পর কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বিএ-০৮