সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২১
০৫:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৫:৩১ অপরাহ্ন
বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নেনাসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষও রয়েছেন। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক মানুষ, ১৪ জন সরকারি সেনা এবং ৩ জন সরকারপন্থি মিলিশিয়া সদস্য রয়েছেন।
বি এন-০৫