মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০৭:৪৮ অপরাহ্ন



মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। শুক্রবার মালয়েশিয়ার রাজপ্রসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত তিন বছরের মধ্যে ইসমাইল হলেন মালয়েশিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী। বিবৃতিতে জানানো হয়, ১১৪ সদস্যের পার্লামেন্টের সমর্থন নিয়ে আগামীকাল শনিবার তিনি শপথ গ্রহণ করবেন।

এর আগে ১৭ মাস দায়িত্ব পালন করে গত সোমবার মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। জোট-সঙ্গীদের সমর্থন হারিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্টতা হারান মহিউদ্দিন। তার বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ রয়েছে।

নতুন প্রধানমন্ত্রী ইসমাইল ছিলেন মহিউদ্দিনের সহকারি। তিনি চাইবেন ক্ষমতাসীন জোট যাতে অক্ষত থাকে। তাদের দল ইউএমএনও ৬০ বছর ধরে মালয়েশিয়া শাসন করেছে। ২০২০ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ পদত্যাগ করলে ক্ষমতায় আসে দলটি।

আরসি-০৯