নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২১
০৫:০৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশিদ আহমদের জানাজা আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় গোলাপগঞ্জের এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর জ্যেষ্ট পুত্র তামিম ইয়াহইয়া আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা বিএনপি নেতা, আইনজীবী ও অধুনালুপ্ত সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ’র সম্পাদক ও প্রকাশক মাওলানা রশীদ আহমদ আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ সংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ সংক্রান্ত অন্য সংবাদ পড়ুন-
এএফ/০২