সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৩, ২০২১
০৬:১৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৬:১৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।। নিখোঁজ রয়েছেন ২০ জন।
স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।
রাজ্যটিতে শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পর বন্যা দেখা দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৮ সেন্টিমিটারেরও বেশি।
আবহাওয়াবিদরা এই ঝড় ও বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
গ্রামের রাস্তাঘাটসহ মহাসড়ক এবং ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
পুলিশ প্রধান গ্রান্ট গিলেসপাই এক সংবাদ সম্মেলনে জানান, হামফ্রেইস কাউন্টির ওয়েভারলি শহরে ২০ জন মারা গেছেন।
কাউন্টির অন্য গ্রামীণ এলাকায় আরেক ব্যক্তি মারা গেছেন বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ৪০ জনের নিখোঁজের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের শেষে জানা গেছে নিখোঁজ হয়েছেন তার অর্ধেক। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকর্মীরা ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টেনিসিতে বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
একইসঙ্গে তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)কে রাজ্য গভর্নরকে প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন।
বি এন-০১