সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ২৫, ২০২১
                        
                        ০৫:০০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ২৫, ২০২১
                        
                        ০৫:৫৩ পূর্বাহ্ন
                             	
 
                             কারারক্ষী গ্রেপ্তার
 
    মাদক বিক্রির সময় এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে পিরোজপুরের কাউখালীতে কারারক্ষীর নিজ গ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মাদক বিক্রয়কালে হাতেনাতে মো. জাহিদুল ইসলাম (৪৩) নামের ওই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জেলা ডিবির উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, মঙ্গলবার বিকেলে মাদক বিক্রির খবর পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জাহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, আটককৃত জাহিদুলের নামে আরও ৩টি মাদক মামলা রয়েছে। তিনি ওই মামলায় ইতোমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন কারারক্ষীকে মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসিএল/০২