কাবুলের বিমানবন্দর এলাকায় রক্তাক্ত মানুষের আর্তনাদ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন



কাবুলের বিমানবন্দর এলাকায় রক্তাক্ত মানুষের আর্তনাদ

কাবুলের বিমানবন্দর এলাকাজুড়ে রক্তাক্ত মানুষের আর্তনাদ। অ্যাবি গেটের সামনে পড়ে রয়েছে সারি সারি রক্তাক্ত দেহ। হাত, পা টেনে রক্তে ভেজা শরীর শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর এমন ভয়াবহ চিত্র দেখা গেছে সেখানে।

ওই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৪০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুল থেকে বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি জানান, বিস্ফোরণের পর যেসব ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে তাতে লাশের ওপর লাশ পড়ে থাকতে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় যে বোমাটি বিস্ফোরিত হয়েছে সেটি ছিল খুবই শক্তিশালী। এ সময় সেখানে প্রায় ৫০০ মানুষের মতো উপস্থিত ছিল।

প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত মিলাদ নামে এক ব্যক্তি জানান, ‘কাছের একটি খালে ফেলে দেওয়া হচ্ছে মরদেহ এবং মরদেহের খণ্ডিত অংশ।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের বিকট শব্দে লোকজন সন্ত্রস্ত হয়ে পড়ে। গেটে ভিড় করা মানুষজনকে সরিয়ে দিতে তালেবান আকাশে গুলি ছোঁড়া শুরু করে। দেখলাম আহত শিশুকে কোলে নিয়ে এক লোক দৌড়ে যাচ্ছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভয়ে তিনি কাছে থাকা সব নথি ফেলে দেন। এসব নথি ব্যবহার করে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বিমানে ওঠার সুযোগ পাবেন বলে ভেবেছিলেন। তিনি বলেন, আমি আর বিমানবন্দরে যেতে চাই না। আমেরিকা, তাদের প্রত্যাহার আর ভিসা সব কিছুর মৃত্যু হোক।

আরসি-০৭