কাবুলে হামলায় তাদের কেউ হতাহত হননি, জানাল তালেবান

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২১
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২১
০৬:২৭ অপরাহ্ন



কাবুলে হামলায় তাদের কেউ হতাহত হননি, জানাল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে হামলার ঘটনায় দুই রকম তথ্য দিল তালেবান। সশস্ত্র সংগঠনটির এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমে বলেছিলেন, তাঁদের ২৮ সদস্য প্রাণ হারিয়েছেন হামলায়। কিন্তু তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলছেন, তাঁদের কেউ হতাহত হননি।

কাবুলের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় এ পর্যন্ত ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক আফগান নারী-শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বিমানবন্দরের আবে গেটের অদূরে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। কাবুল ছাড়তে অপেক্ষায় থাকা পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা এই হোটেলে রয়েছেন। বিস্ফোরণস্থলের একটু দূরেই মার্কিন ও ব্রিটিশ সেনাদের অবস্থানস্থল। হামলার পর যুক্তরাষ্ট্রের বাহিনী জানায়, তাদের ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন।

এরপর নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের বাহিনীর চেয়ে আমরা বেশি সদস্য হারিয়েছি।’

তিনি জানান, ২৮ তালেবান সদস্য সেখানে নিহত হয়েছেন। ওই তালেবান সদস্য বলেছিলেন, এরপরও আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার জন্য ৩১ আগস্টের পর সময়সীমা বাড়ানোর প্রয়োজন নেই।

কিন্তু তালেবানের এই সদস্যের সঙ্গে সশস্ত্র সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, ‘আমাদের কেউ হতাহত হননি। যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই এলাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।’

বিবিসির পশতু সার্ভিসকে এ তথ্য দিয়েছেন তিনি।

আরসি-১৬