ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৮, ২০২১
০১:২৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
০১:২৫ অপরাহ্ন



ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলাটি করেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেলিম মিয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেড়াগাঁও গ্রামের বাসিন্দা। ট্রলার দুর্ঘটনায় তার চারজন স্বজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার জমির মিয়া (৩৩), মো. রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগর পত্তন ইউনিয়নের কালারটেক গ্রামের মিস্টু মিয়া (৬৭)। বাকি দুজনের নাম জানায়নি পুলিশ।

এই পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা। তিনি আরও জানান, বাকি ২ জনকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। শনিবার শেষ খবর পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরসি-০৮