খেলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২১
১০:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২১
১০:৫২ পূর্বাহ্ন
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সিরিজে শুভ সূচনা করে সফরকারীরা।
জিম্বাবুয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৭ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতায় হেরেছে আয়ারল্যান্ড। দলটির মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করেন। তার মধ্যে সিমি সিং অপরাজিত ২৮, কেভিন ও’ব্রায়েন ২৫ ও পল স্টার্লিং ২৪ রান করেন। বাকিদের চরম ব্যর্থতায় ২০ ওভারে ১১৭ রান তাড়া করতে পারেনি।
জিম্বাবুয়ের রায়ান বুর্ল ৩টি, ওয়েলিংটন মাসাকাদজা ও লুক ২টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের ১১৭ রানের ইনিংসে রেগিস চাকাবা করেন ৪৭ রান। ২৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৯টি রান করেন ওয়েলিংটন মাসাকাদজা। এ ছাড়া ক্রেইগ আরভিন ১৭, রায়ান বুর্ল ১২ ও ডোইন মায়ার্স ১০টি রান করেন। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়াং ও সিমি সিং ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন রেগিস চাকাবা।
এএন/০৫