নিরাপদে আফগানিস্তান ছেড়েছেন ১২ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



নিরাপদে আফগানিস্তান ছেড়েছেন ১২ বাংলাদেশি

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় ১২ বাংলাদেশি ইতিমধ্যে আফগানিস্তান ছেড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতিমধ্যে ১২ বাংলাদেশি আফগানিস্তান থেকে নিরাপদে বের হয়ে গিয়েছে। এর মধ্যে ছয় বাংলাদেশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ১৬০ শিক্ষার্থীর সঙ্গে গতকাল শুক্রবার আফগানিস্তান ছেড়েছেন। আর আরও ছয় বাংলাদেশি শনিবার দুপুরে কাবুল ছেড়েছেন। তারা কাতার হয়ে পরে বাংলাদেশে ফেরত আসবেন। আরও তিন বাংলাদেশি সেখানে রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। তিনি বলেন, ‘ইতিমধ্যে ছয় বাংলাদেশি শুক্রবার আফগানিস্তান ছেড়েছেন। আর ছয় বাংলাদেশি শনিবার দুপুরে একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে আফগানিস্তান থেকে বের হয়েছেন। বাকি তিন বাংলাদেশিকে কোন একটি ফ্লাইটে উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, ৩ জন ব্র্যাকের কর্মী যারা রয়েছেন, তারা কি করবেন তা এখনো পরিষ্কার করেননি। 

এ বিষয়ে ব্র্যাক জানায়, ‘আফগানিস্তানে আটকে পড়া ছয় জনের মধ্যে তিনজন শনিবার সকালে বাংলাদেশ প্রবেশ করেছেন। আর বাকি তিনজন এখনো আফগানিস্তানে রয়েছেন। তাঁদের ফেরত আনতে কাজ করে যাচ্ছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।’

এদিকে আজ শনিবার সকালে বিআইআইএসএস এর সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে আফগানিস্তান ইস্যুতে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখেন, কয়েক সপ্তাহ আগে সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল। অনেকেই এটা গ্রহণ করেছেন। কারণ আমাদের ধারণা ছিল যে, সমস্যা হতে পারে। যেহেতু আমাদের ওখানে দূতাবাস নাই, সুতরাং বিষয়টি কঠিন হবে। কেউ কেউ শুনেছেন। আমরা তখন ব্র্যাককে বলেছিলাম। তাদের লোকগুলোকে মোটামুটি নিরাপদে নিয়ে এসেছে। 

তিনি বলেন, আফগানে ১৬০ জন ছাত্র-ছাত্রী আমাদের দেশে পড়ে, তারা শুনেছি যে আফগান লোকজন। তারা এখন আসতে চাচ্ছে। তাঁদের দেশে সমস্যা বলে আসতে চাচ্ছে। আসতে চাইলে তাঁদের নিজ থেকে পথ খুঁজে নিতে হবে। আমাদের তো ওখানে এমন কিছু নেই যে আমরা ওদের নিয়ে আসতে পারি। আমি শুনেছি, ওরা বাঙালি না। ওরা সবাই আফগান। সূত্র : আজকের পত্রিকা


এএফ/০১