ফিলিস্তিনকে ঋণ দেবে ইসরায়েল

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন



ফিলিস্তিনকে ঋণ দেবে ইসরায়েল

ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেড়শ মিলিয়ন ডলার (ইসরায়েল মুদ্রা ৫০ কোটি শেকেল) ঋণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই ঋণ ২০২২ সালের মধ্যেই পরিশোধ করতে হবে।  পশ্চিমতীরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গত রবিবার রাতে বৈঠকের পর এ ঋণের বিষয়ে চুক্তি হয়েছে। 

এছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেন বৈঠকে। ২০১৪ সালের পর এটি কোনো উচ্চপর্যায়ের বৈঠক। 

উল্লেখ্য, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনের স্বাধীনতার কট্টরবিরোধী। এরপরও তিনি ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করেন। 

বি এন-১০