অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের সর্বনিম্ন রানের রেকর্ড

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২১
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০৭:৪১ অপরাহ্ন



অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের সর্বনিম্ন রানের রেকর্ড


অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটা (৬২) উপহার দিয়েছিল বাংলাদেশ। সেটা ছিল সিরিজের শেষ ম্যাচ। আজ বুধবার নিজেদের ঠিক পরের ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকেও। 

মোস্তাফিজুর রহমানকে তুলে মারতে গিয়ে সাইফউদ্দিনের দারুণ ক্যাচে পরিণত হয়েছেন জ্যাকব ডাফি, নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানেই। কিউইদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই। 

বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন রানের রেকর্ডও এটা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও এটা কোনো দলের সর্বনিম্ন স্কোর। এ দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার ৬২ রানের রেকর্ড ভাঙল এবার। 

এএন/০৪