খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২১
১০:৩৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১০:৩৬ পূর্বাহ্ন
দীর্ঘ ৫০ বছর পর ওভাল টেস্টে জয় পাওয়ায় গ্যালারিতে উচ্ছ্বসিত ভারতীয়রা।
দীর্ঘ ৫০ বছর পর ভারত ওভাল টেস্টে জয় পেল। জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৫৭ রানে জিতল টিম ইন্ডিয়া। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত । লর্ডস টেস্টে জয়ের পর বিশেষজ্ঞমহল বিরাটদের এগিয়ে রাখলেও লিডসে ভারতের ব্যাটিং বিপর্যয়ের ফলে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছিল।
ওভাল ক্রিকেট গ্রাউন্ডে এর আগে ভারত ১৩টি টেস্ট খেলেছিল। ১৯৭১ সালে ওভালে শেষবার টেস্ট জিতেছিল ভারত। সেইসময় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিত ওদেকার। এরপর ৫০ বছরে ওভালে আর কোনও টেস্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। সোমবার (৬ সেপ্টেম্বর) সেই দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটালো ভারত।
ভারতের ওপেনার রোহিত শর্মা ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিন বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেছেন। ম্যাচ সেরা রোহিতের ১২৭ রানটাই বড় রান করার ভীত গড়ে দিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংসে। চেতেশ্বর পূজারা করেন ৬১ রান। বিরাট কোহলি ওভাল টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করে আউট হন তিনি। তবে ওভাল টেস্টে ভারতের বড় প্রাপ্তি অলরাউন্ডার শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেন ৬০ রান। দুই ইনিংস মিলিয়ে মোট ৩টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যার মধ্যে জো রুটের গুরুত্বপূর্ণ উইকেট।
টিম ইন্ডিয়া ওভাল টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে থামে। দ্বিতীয় ইনিংসে রোহিত-পূজারা-শার্দুলদের ব্যাটে ভর করে ৪৬৬ রান তোলে ভারত। অন্যদিকে, প্রথম ইনিংসে ২৯০ রান করে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে ইংলিশদের দ্বিতীয় ইনিংসে থামে ২১০ রানে। দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট পান উমেশ যাদব। ওভাল টেস্টে ক্যারিয়ারের শততম উইকেটের পেয়েছেন জশপ্রীত বুমরা। দুই ইনিংস মিলিয়ে বুমরার ঝুলিতে ৪ উইকেট। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই টেস্টে পান ৪ উইকেট। প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি মোহম্মদ সিরাজ। সিরিজের পঞ্চম টেস্ট শুরু আগামী শুক্রবার, ম্যানচেস্টারে।
এএন/০৫