ধর্মপাশায় দুই মন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ১০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



ধর্মপাশায় দুই মন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা উপজেলা হয়েছে ।

নবগঠিত এই মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল শনিবার( ১১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আগমন উপলক্ষ্যে ওই দুজনকে স্বাগত জানিয়ে  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে  পাঁচটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় বাদশাগঞ্জ পশ্চিম বাজার থেকে একটি মিছিল বের হয়ে ওই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিল শেষে সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন প্রমুখ।

এস এ/বি এন-০৫